নাটোর প্রতিনিধি : নাটোর রাজবাড়িতে বেড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে রাজু নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বলাড়িপাড়া এলাকার একটি এনজিও স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রাজু বন্ধুদের সাথে রানীভবানী রাজবাড়িতে বেড়াতে যায়। হানিকুইন এলাকায় গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি মরা ডাল ভেঙে তার মাথায় পড়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।